মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

তিস্তার পানি আবার বাড়ছে, বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৩

ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলের প্রধান নদী তিস্তা আবারও ফুঁসে উঠেছে। গত সোমবার সকাল থেকে উজানের ঢল আর বৃষ্টির কারণে ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। যদিও পরে পানি কিছুটা কমেছে, কিন্তু আবারও বন্যার আশঙ্কায় তিস্তা পারের প্রায় ১২ হাজার পরিবার আতঙ্কে রয়েছে।

পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে। ফলে লালমনিরহাট জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী এবং সদর উপজেলার নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। ডুবে গেছে অনেক ফসলের ক্ষেত, বিশেষ করে আমন ধানের আবাদ।

আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার বাসিন্দারা বলছেন, এ বছর নিয়ে এটি চতুর্থবার বন্যা। বারবার ঘরবাড়ি ডুবে যাওয়ায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তারা দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা পানি বিপৎসীমার কাছাকাছি থাকার আশঙ্কা রয়েছে। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। তারপরও, তিস্তাপারের মানুষের চোখে এখন শুধুই আতঙ্কের ছাপ। তাদের প্রশ্ন, এই দুর্ভোগ কি কখনো শেষ হবে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top