দিনাজপুরে রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৫

ছবি: সংগৃহীত

দিনাজপুরে রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে দিনাজপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ছয় দফা দাবি তুলে ধরছেন। এর মধ্যে রয়েছে-
বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের স্থানান্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি করা, উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ, কারিগরি বোর্ড সংস্কার এবং অন্যান্য দাবিসমূহ।
তাদের অভিযোগ, দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

অবরোধের ফলে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস দিনাজপুর স্টেশনে আটকা পড়েছে। এছাড়া সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর রেলওয়ে স্টেশনে থেমে আছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top