ভারত থেকে কারাভোগ শেষে দেশে ফেরত এসেছে ১৮ বাংলাদেশি
আহসান সাকিব হাসান | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯

মেহেরপুরের গাংনী উপজেলায় শুক্রবার রাত সাড়ে ১০টায় ভারতের কারাভোগ শেষে ১৮ জন বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ। তারা বিজিবির হাতে হস্তান্তর করা হয় মেহেরপুরের কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারে।
কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধীন কাজিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, অবৈধভাবে ভারতের সীমান্তে প্রবেশের সময় এই নাগরিকরা বিএসএফের হাতে ধরা পড়েন। পরে তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন এবং পতাকা বৈঠকের মাধ্যমে শুক্রবার রাতে দেশে ফেরানো হয়।
ফেরত আসা নাগরিকদের মধ্যে রয়েছেন: পটুয়াখালী: মেহেদী, চুয়াডাঙ্গা: নুরজাহান নড়াইল: ফরিদ শেখ, ঝিনাইদহ: জিসান মণ্ডল, সাইদুল ইসলাম, চাঁদপুর: খোকন বেপারী, সাতক্ষীরা: মাজেদা ঢালী, শামিম হোসেন, মিঠুন ঘোষ, খালিদা সরদার, মিলন কুমার, রাজশাহী: আব্দুল কুদ্দুস, যশোর: আহমেদ আলী, মৌলভীবাজার: লিটন দেব, চট্টগ্রাম: শুভ মজুমদার, ঢাকা: স্বাধীন রাজবংশী, মাদারিপুর: মহিউদ্দিন ফকির, কুষ্টিয়া: নাসিমা শেখ
পুলিশ নাম-ঠিকানা যাচাইয়ের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। এই সময়ে ভারতের গান্দিনা বিএসএফ ক্যাম্পের এএসসি সুনিল কুমার যাদবসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।