খুলনা-৫ আসনে
এনসিপির মনোনয়ন ফরম নিলেন তৌকির আহমেদ সাগর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১২:১৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে এনসিপি (ন্যাশনাল সিটিজেনস পার্টি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই গনঅভ্যুত্থানের নেতা তৌফির আহমেদ সাগর।
তরুণ এই রাজনীতিক দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় হিসেবে পরিচিত।
তৌফির আহমেদ সাগর এর জন্মস্থান ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন এর ভান্ডারপাড়া গ্রাম। তিনি ২০১১ সালে ডুমুরিয়া এন,জি.সি, এন্ড এন.সি.কে মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা দেন। ২০১৩ সালে ডুমুরিয়া ডিগ্রী কলেজ হতে এইচএসসি পরীক্ষা দেন ও খুলনা সরকারি বি.এল কলেজ হতে ইংরেজী বিভাগ হতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি যুব সমাজের ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা আন্দোলন এবং স্থানীয় জনস্বার্থমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তিনি সামনের সারির একজন কর্মী হিসেবে খুলনায় নেতৃত্ব দেন।
মনোনয়ন সংগ্রহ শেষে প্রতিক্রিয়ায় সাগর বলেন,
আমি প্রায় ৩ বছর সুবিধাবঞ্চিত বাচ্চাদের শিক্ষা নিয়ে কাজ করছি। হিউম্যান রাইটস নিয়ে সবসময় সোচ্চার ছিলাম।
“আমার প্রতিদ্বন্দ্বীরা হয়তো বড় বড় স্বপ্ন দেখাবেন, উন্নয়নের বুলি দিবেন। কিন্তু আমার কাছে উন্নয়ন মানে শুধু কাঠামোগত উন্নয়ন নয়—উন্নয়ন মানে বিশ্বাস। উন্নয়ন মানে সু-উচ্চ অট্টালিকা নয়, উন্নয়ন মানে মানুষের পেটে খাবার ও নিরাপত্তা। সেটাই আমি নিশ্চিত করবো।
”আমরা রাজনীতি করতে আসিনি, এসেছি এই মাটিতে বিপ্লব ঘটাতে। ২৪ এর জুলাইয়ে আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়িত না হওয়া অব্দি আমরা থামব না। এন সি পি র ২৪ দফা বাস্তবায়ন করে একটা জবাবদিহিতামুলক রাষ্ট্রীয়ব্যবস্থা কায়েম করা আমাদের লক্ষ্য ; যেখানে ক্ষমতাকে অবশ্যই জনতার কাতারে নেমে আসতে হবে। "
এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে তাঁর মনোনয়ন সংগ্রহ ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তরুণ নেতৃত্বের প্রতি দলের ইতিবাচক অবস্থান তাঁর প্রার্থীতাকে আরও গুরুত্ব দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
খুলনা-৫ আসনে এবার তরুণ ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য। অনেকেই মনে করছেন, তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতি ভোটারদের আগ্রহ বাড়ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।