ধর্ম অবমাননার অভিযোগে পোশাকশ্রমিক হত্যার প্রতিবাদ
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে কট্টর হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
ময়মনসিংহ প্রতিনিধি | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:১১
ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামে এক পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনার প্রতিবাদ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বড় আকারের বিক্ষোভ শুরু করেছে কট্টর হিন্দুত্ববাদী কিছু সংগঠন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে সকাল থেকেই এই বিক্ষোভ চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে বাংলাদেশ হাইকমিশনের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি পুলিশ। তবে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও বেশ কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।
এনডিটিভি জানায়, বিক্ষোভকারীরা কমপক্ষে দুই স্তরের ব্যারিকেড ভাঙতে সক্ষম হয়। এ সময় অনেককে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দূতাবাস লক্ষ্য করে স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভের আগাম তথ্য থাকায় নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের বাইরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এলাকাটি তিন স্তরের ব্যারিকেডিংয়ের মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এদিকে, ঘটনার প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।