সৈয়দপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফ্রি চিকিৎসা ক্যাম্প
Rakib Hasan | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ০৬:১৮
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরীর সহযোগিতায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) ইউপি পরিষদ হলরুমে দিনব্যাপী এর আয়োজন করে এপেক্স ক্লাব অব সৈয়দপুর।
চিকিৎসা ক্যাম্পে চার শতাধিক রোগীর চিকিৎসাসেবা দেন গাইনী, মেডিসিন ও শিশুসহ পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন ডা: দানিশ আহমেদ সাগর, ডা: অমৃতা কুমারী আগারওয়াল, ডা: মো. রায়হান তারেক, ডা: সুলতানা ইয়াসমিন, ডা: মান্না চক্রবর্তী মুন।
ফ্রি চিকিৎসা ক্যাম্পটির উদ্বোধন করেন খাতামধুপুর ইউনিয়ন চেয়ারম্যান জুয়েল চৌধুরী। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবের সদস্য আবু হাসান সরকার, শাবাহাত আলী সাব্বু, হাফিজুর রহমান খান, মোজাহারুল ইসলাম মাজাহার, নুর ইসলাম, রওনক জাহান, এস এম মিথুন কার্নায়েন, কুতুব উদ্দিন আলো, মাহফুজ আলী শাহ, রেজাউল করিম সাজু প্রমুখ।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: সৈয়দপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।