নীলফামারীতে পুলিশ লাইনস এলাকার পুকুর থেকে ব্যাংকের মিনি ভল্ট উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫
নীলফামারী সদর উপজেলার কাজীরহাট এলাকায় সোমবার (২২ ডিসেম্বর) রাতে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙে লকার চুরির ঘটনায় উদ্ধার করা হয়েছে একটি মিনি আয়রন ভল্ট।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইনস এলাকার একটি পুকুর থেকে ভল্টটি উদ্ধার করা হয়েছে। নীলফামারী পুলিশ জানায়, ভল্টে কোনো নগদ টাকা ছিল না। তবে ভল্ট থেকে দুটি ডেবিট কার্ড ও ব্যাংক সংক্রান্ত কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, "ভল্টটি উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনা তদন্তাধীন রয়েছে।"
পুলিশ চুরির সঙ্গে জড়িত দোষীদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।