ছুটি শেষ কাঠালবাড়ী ঘাটে মানুষের ভিড়
মাদারীপুর থেকে | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ১৭:৫৭
মাদারীপুরের কাঠালবাড়ী ঘাটে মানুষের ভিড় বেড়েছে। সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য মানুষ অপেক্ষা করছেন ফেরী,লঞ্চ ও স্পিড বোর্ডে নদী পাড় হওয়ার অপেক্ষায়। সিরিয়াল করে নদী পাড় হচ্ছেন মানুষ।
ঘাট সূত্রে জানা যায়, সোমবার (২২ ফেব্রুয়ারি)সকাল থেকে বেড়েই চলেছে যানবাহন সহ নদী-পাড় হওয়ার জন্য মানুষের সংখ্যা। তিনদিনের সরকারী লম্বা ছুটি শেষ বাড়ি ফেরা মানুষ ছুটছেন যারযার গন্তব্যে এতে করে ২৬ জেলার প্রবেশদ্বার খ্যাত কাঠালবাড়ী ইলিয়াস আহম্মেদ ফেরী, লঞ্চ, স্প্রিড বোট পারাপারে বেড়েছে মানুষের চাপ। স্প্রিড বোর্ড ঘাটে দেখা যায় লম্বা লাইনদিয়ে টিকিট কেটে নদী পাড়ের অপেক্ষায় দায়ে আছেন বহু মানুষ।
ইস্পিড বোর্ডে পারাপার হওয়ার জন্য যাত্রীদের দেওয়া হয়নি কোন লাইফ সুরক্ষা জ্যাকেট। জীবনের ঝুঁকি নিয়ে পাড় হচ্ছেন নদী লঞ্চঘাটেরও একি অবস্থা। ফেরী পারাপারের অপেক্ষায় দাড়িয়ে আছে শতশত ট্রাক,প্রাইভেট গাড়ি সহ যাত্রীবাহী বাস। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
রহমান নামের ট্রাক ড্রাইভার বলেন, এমনিতেই আমাদের ফেরীতে উঠতে বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়। আর যদি বিশেষ ছুটিছাটা পড়ে তাহলেতো কবে ফেরীতে উঠতে পারবো আল্লাহ জানেন। ঘাট কর্তৃপক্ষ জানান, আমরা সতর্ক আছি কোন সমস্যা নেই।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।