টাঙ্গাইলে পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইল থেকে | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ২১:৪৬
‘সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়’ ‘হয় পরীক্ষা নেন, না হয় চাকরি দেন’ ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দিয়ে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা বলেন, ‘করোনার মধ্যে সব কিছু খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের হলও খুলে দিতে হবে। অন্যথায় মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলন করা হবে।’
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।