মাদারীপুরে পুলিশ মেমোরীজ ডে পালিত
মাদারীপুর থেকে | প্রকাশিত: ২ মার্চ ২০২১, ১৬:৩৩
'কর্তব্যের তরে করে গেলে যারা আত্মবলিদান, প্রতিক্ষণে স্মরণে করিব তোমাদের প্রতিদান' এ শ্লোগানকে সামনে রেখে ১লা মার্চ মাদারীপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে 'পুলিশ মেমোরিয়াল ডে- পালিত হয়েছে। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।
অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, শৃঙ্খলা-নিরাপত্তা প্রগতি’ মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জনগণের জানমালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন।
দেশের জন্মলগ্ন হতে স্বাধীনতার চেতনা যে বাহিনীর হৃদয়ে প্রোথিত, সে পুলিশ বাহিনী গণতন্ত্রের অগ্রযাত্রায় সহযাত্রী হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ আব্দুল হান্নান,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিঃ পুলিশ সুপার ( সদর সার্কেল)এহসানুর রহমান ভূইয়া, অতিঃ পুলিশ সুপার(সিআডি) মোঃ আশরাফ হোসেন, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ), আমান বান্না প্রমুখ।
পরে পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান ২০২০ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী কালকিনি উপজেলার ডাসার থানার পুলিশ কনস্টেবল এইচ এম মোস্তফা কামাল এর স্ত্রী মোসাঃ ময়না বেগম কে
মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক প্রদত্ত নগদ অর্থ, উপহার সমগ্রী সন্মাননা ও ক্রেস্ট বিতরণ করেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।