• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ভোলায় শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

ভোলা থেকে | প্রকাশিত: ২ মার্চ ২০২১, ১৬:৪৪

ভোলায় শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনগড়া হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভোলা জেলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সকল সেক্টরের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

ভোলা প্রেসক্লাব এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সাধারন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে জানান, বাংলাদেশের শিক্ষামন্ত্রী তার দায়িত্ব সমানভাবে পালন করবে এটাই স্বাভাবিক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক দেশে দুই নীতি, সাত কলেজ সহজ নীতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কঠিন নীতি করে বৈষম্য করছে।

সারা দেশে সব কিছুই চলছে আগেরই মত শুধু কি কলেজে করোনা? এই করোনার দোহায় দিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিত ভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে।এমনকি ছাত্র-ছাত্রীরা ভিন্ন পথে ধাবিত হচ্ছে। কিছু কিছু দুষ্ট রাজনীতিবিদ ও কুচক্রি মহলের কারনে আজ সারাদেশে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করার পায়তারা করছে সরকারকে ভুল বুঝিয়ে।

আপনারা অবগত আছেন যে,গত ২২/০২/২১ ইং তারিখে মাননীয় শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত করছেন। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর এই হটকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে তার এই সিদ্ধান্ত বাতিল করে পরীক্ষা গ্রহনের আহবান জানাচ্ছি।

বিশেষ অবগতির জন্য জানাচ্ছি যে চলমান চতুর্থ ও মাষ্টর্স পরীক্ষা গত মার্চেই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সংকটের কারনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেন পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।এদের ২০১৭,১৮,১৯,ও ২০২০ সেশনের মাষ্টার্স অধ্যায়নরত শিক্ষার্থী ২০২১ সালেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনীতে পৌছাতে পারেনি। টানা সেশন জটের পর যখন সংকট উত্তরনের অবস্থা ঠিক সেই মুহূর্তে এই সিদ্ধান্ত আমাদের জীবনে কালো অধ্যায় বলে বিবেচিত হয়েছে।

করোনা পরিস্থিতিতে সকল সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক,হাট,বাজার, এমনকি পর্যটককেন্দ্র গুলোতে লোক সমাগম বেশি হওয়ায় রাস্তায় ঘুমাচ্ছে। এত কিছু চলমান থাকলেও স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা কোন সুস্ত্য মস্তিষ্কের মানুষের পক্ষে অন্তত মেনে নেওয়া সম্ভব নয়।

তারা আরও বলেন পরীক্ষা নেওয়া জন্য যারা আন্দোলন করেছে তাদের উপর পুলিশি হামলা ও অন্যায়ভাবে তাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি। এ সময় সাধারণ শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত চলমান পরীক্ষার স্থগিত আদেশ প্রত্যাহার করে সামাজিক দুরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়া ও পর্যাক্রমে স্কুল, কলেজ খোলার দাবি জানাচ্ছি।

আগামী ৭ দিনের আল্টিমেটাম দিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি প্রেস চত্বর থেকে নতুন বাজার হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে সমাপ্ত করে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top