বিভিন্ন দাবীতে
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সদের মানববন্ধন
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৩ মার্চ ২০২১, ২২:২৮
কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বালিতের দাবীসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সরা। সন্মিলিত নার্সেস সংগ্রাম পরিষদ, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।
বুধবার সকাল ১০টায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্ত্বরের সামনের সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে নার্সরা। এসময় বিভিন্ন দাবীতে প্লাকার্ড প্রদর্শন করা হয়।
মানববন্ধন চলাকালে সন্মিলিত নার্সেস সংগ্রাম পরিষদ, গোপালগঞ্জ শাখার সভাপতি জন ডেভিড সিকদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল পান্ডে, সদস্য প্রভাতী হালদার, লোপা রানী বিশ্বাস, কল্পনা রানী সিংহ, সত্যজিৎ ভক্ত, স্টুডেন্ট নার্সেস সংগ্রাম পরিষদের সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারন সম্পাদক সায়মা আফরিন বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিডওয়াইফ এর সমমান দেয়ার ষড়যন্ত্র চলছে। কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিল করতে হবে। এছাড়া বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী অধিনস্থ নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়ায় কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা নেয়ারও দাবী জানান তারা।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।