শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:১১

পাটুরিয়া থেকে:

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপ আর নাব্যতা সংকটে পাটুরিয়া ফেরি ঘাটে পারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন ।

শুক্রবার মধ্যরাত থেকেই ঘাটের দুই টার্মিনালসহ ঢাকা – আরিচা ও ঢাকা- পাটুরিয়া মহাসড়কের উথলী এলাকায় আটকে আছে সাড়ে ৪ শতাধিকের উপরে পণ্যবাহী ট্রাক।

অন্যদিকে ফেরিঘাট এলাকা থেকে আরসিএল মোড় পর্যন্ত ১ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে পারের অপেক্ষমাণ যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি।

এদিকে ঘাটের বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এ নৌ- রুটের ১৭ টি ফেরি মধ্যে ১৫ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ, ফেরি ও নাব্যতা সংকটে পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top