গোদাগাড়ীতে গমের ভালো ফলনের আশায় কৃষক
রাজশাহী থেকে | প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ২৩:০৬
বরেন্দ্র অঞ্চলে সেচ সাশ্রয়ী ফসল গমের রেকর্ড পরিমান চাষ হয়েছে। ভালো ফলনের আশা করে কৃষকরা বলেন, দুই এক সপ্তহের গম কাটাই মাড়াই শুরু হবে। আবহাওয়া অনুকূলে থাকায় বিঘা প্রতি ১৪-১৭ মণ ফলনের সম্ভাবনা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৬হাজার ৪০০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। উপজেলার মালকামলা কৃষক আব্দুল্লাহ ১০ বিঘা জমিতে গমের চাষ করেছে। প্রতি বিঘায় উৎপাদন খরচ হয়েছে ৮হাজার টাকা।
উপজেলার মহিশালবাড়ী গ্রামের হাসান আলী বলেন,ধান চাষ কমিয়ে দিয়ে ৬বিঘা জমিতে গমের চাষ করেছে। গত বছর এক বিঘায় ১৫ মণ গমের উৎপাদন হয়েছিল। এবার সময়মত সেচ ও সার দেওয়ায় গমের শীষ ভালো রয়েছে।এবার বেশি উৎপাদন হবে বলে এ কৃষক জানান।
উপজেলা কৃষি সম্প্রসাণ কর্মকর্তা মতিয়র রহমান বলেন, গম চাষে সেচ ও রাসায়নিক সারের প্রয়োজন কম হয়। সেচ ও সার সাশ্রয়ী গম চাষে কৃষকরা আগ্রহ দেখাচ্ছে।
গোদাগাড়ী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এক সময় এ অঞ্চলে ধান চাষের উপড় নির্ভরশীল ছিল কৃষকরা। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বহুমুখী ফসল চাষের উদ্যোগ নিলে গম চাষ বৃদ্ধি পায়।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: রাজশাহী গোদাগাড়ী সেচ সাশ্রয়ী ভালো ফলন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।