একজন সফল নারী উদ্যোক্তা নুসরাত শামস্ মানিয়া
রকিব হাসান | প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ০১:৫৬
কোনো কাজই ছোট নয়। ব্যবসার ক্ষেত্রে তো নয়ই। বরং নতুন উদ্যোগ, মেধা আর কঠোর পরিশ্রম প্রতিটি নারীকেই মন্দ সময় কাটিয়ে সফলতার প্রান্তে নিয়ে যেতে পারে।
এই বিষয়গুলো প্রমাণ করেছেন সফল নারী উদ্যোক্তা Style Maniacs Owner নুসরাত শামস্ মানিয়া। স্টাইল মেনিয়াকস বর্তমান সময়ে ফেসবুক দুনিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় পেইজ যা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছে। নুসরাত শামস্ মানিয়া অত্যন্ত অল্প সময়ে খুবই দ্রুত সততা,নিষ্ঠা এবং পরিশ্রমের সাথে তার এই বিজনেস কে এগিয়ে নিয়ে যাচ্ছেন সফল ভাবে।
বর্তমান সময়ে হাজারো নকল প্রোডাক্টের ভীরে এবং নকল সেলারদের ভীরে তিনি সততার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
করোনাকালীন সময়ে তার বিজনেসের মাধ্যমে তিনি অনেক মানুষ কে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। বাইরের দেশের সব অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট নিয়ে যার মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষকে নিজেদের স্কিন নিয়ে সচেতন করতে চাচ্ছেন। প্রভাবশালী পরিবারের মেয়ে হয়েও কারও সাহায্য ছাড়াই নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে এবং নিজের আলাদা পরিচয় তৈরী করার মাধ্যমে তিনি প্রতিটি মেয়ের জন্য একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত।
মানিয়া বলেন, ‘বর্তমান সময়ে ফেসবুক ভিত্তিক বিভিন্ন গ্রুপগুলো নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।একজন নারীকে ঘরের বাইরে কাজ করতে হলে অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। নিজেদের ইচ্ছে শক্তি, হার না মানা মনোভাব আর পারিবারিক সহায়তার মাধ্যমে প্রতিটি নারীই জীবনে সফল হতে পারে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।