মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

যৌতুকের দাবিতে

কালকিনিতে গৃহবধুর চোখ উৎপাটনের চেষ্টার অভিযোগ

মাদারীপুর থেকে | প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ০৫:৪২

কালকিনিতে গৃহবধুর চোখ উৎপাটনের চেষ্টার অভিযোগ

কালকিনিতে গৃহবধুর চোখ উৎপাটনের চেষ্টার অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে যৌতুকের দাবিতে সাদিয়া-(২১) নামে এক গৃহবধুর চোখ উৎপাটনের চেষ্টাসহ মধ্যযুগীয় কায়দায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এদিকে থানা পুলিশের সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় ওই গৃহ বধুকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তিকরা হয়েছে। এ নির্যাতনের ঘটনায় ওই ভুক্তভোগী পরিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। আজ সোমবার সকালে ভুক্তভোগী পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবার ও মামলা সুত্রে জানাগেছে, উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রাম গ্রামের অসহায় কৃষক বারেক চৌকিদারের মেয়ে সাদিয়া বেগমের সঙ্গে একই উপজেলার বালিগ্রাম এলাকার গুঙ্গিয়াকুল গ্রামের কাসেম মোল্লার প্রবাসী ছেলে নাসির মোল্লার প্রায় এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই বিভিন্ন সময় ¯স্বামী নাসির মোল্লা স্ত্রী সাদিয়া বেগমকে যৌতুকের টাকার জন্য চাঁপ প্রয়োগ করতে থাকে। কিন্তু সাদিয়ার পরিবার অতি দরিদ্র হওয়ায় দাবিকৃত যৌতুকের টাকা দিতে ব্যর্থ হয়। এতে করে যৌতুক লোভী নাসির মোল্লা ক্ষিপ্ত হয়ে গত শনিবার দুপুরে পরিবারের লোকজন নিয়ে সাদিয়ার দু’চোখ উৎপাটনের চেষ্টাসহ মধ্যযুগীয় কায়দায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে।

নির্যাতিত গৃহ বধুর পরিবার খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশের সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় ওই গৃহ বধুকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই নির্যাতিত সাদিয়ার মা পারভীন বেগম বাদী হয়ে নাসির মোল্লাসহ ৮জনকে আসামী করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে ঘটনার পর থেকে ¯স্বামী ও শশুর বাড়ির লোকজন পালিয়ে রয়েছে।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার এসআই মোঃ রিপন মোল্লা বলেন, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোসর্ নিয়ে ওই গৃহ বধুকে আহত অবস্থায় উদ্ধার করেছি। এবং নির্যাতনের বিষয় মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top