বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে

নীলফামারী থেকে | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০২:২২

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে

“বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হউক রঙিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২১ পালিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় সকাল ০৬ টা ১২ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৯ টায় নীলফামারী বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা তাঁতীলীগ সহ সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন এবং জেলা রিপোর্টস ইউনিটি শ্রদ্ধা নিবেদন করেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top