গোবিন্দগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ১৯:১৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। শিশু সন্তান নিয়ে স্বামী পলাতক। মৃত্যুর পর বাড়িতে বিষধর সাপের অবস্থান নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কাড়ন সনাক্ত করতে পুলিশ লাশ মর্গে প্রেরণ করেছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রহস্যজনক মৃত্যুর শিকার ওই গৃহবধূ গ্রামের আলব উদ্দিনের ছেলে সাজু মিয়ার স্ত্রী শাপলা বেগম (৩৫)।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, সাজু মিয়ার সাথে পার্শ্ববর্তী তালুককানুপুর ইউনিয়নের কমল নারায়নপুর মথুরাপুর গ্রামের সাইদুল ইসলামের কন্যা শাপলার সাথে বিয়ে হয়। তাদের ঘরে ১২ দিনের এক কন্যা সন্তান রয়েছে। অনেকেই বলছেন, শাপলার মৃত্যু হয়েছে সাপে কেটে। কেননা সকাল থেকে একটি বিষাক্ত সাপ ঘরের বিভিন্ন স্থানে দেখা গেছে। সাপটি উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা করলেও বর্তমানে সাপটি সাজু মিয়ার ঘরের মধ্যে অবস্থান দেখতে পান। পরে এলাকার লোকজন সাপটিকে ধরে মেরে ফেলে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত ও লাশ উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করেছে। তবে কীভাবে শাপলার মৃত্যু তা সনাক্ত করতে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।