ভোলায় করোনা রোধে জেলা পুলিশের প্রচারণা র‌্যালি

ভোলা থেকে | প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ০২:০৪

ভোলায় করোনা রোধে জেলা পুলিশের প্রচারণা র‌্যালি

ভোলা জেলা পুলিশের আয়োজনে “মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা র‌্যালি বের করা হয়।

রোববার (২১ মার্চ) রবিবার সকাল ১০.৩০ টায় ভোলা জেলা পুলিশের আয়োজনে “মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে প্রচারণা র‌্যালিটি ভোলা পুলিশ সুপারের কার্যালয় হতে বের হয়ে ভোলা সদর রোড প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ করে।

এ সময় পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার মাস্ক বিহীন ব্যক্তিদের মাস্ক পরিয়ে দেন, লিফলেট বিতরণ করেন এবং করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পরিধান করা ও স্বাস্থবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানান।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top