বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আটঘরিয়ায় ২ গ্রামের মানুষের অভিযোগ

পাবনা থেকে | প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ০২:০৩

আটঘরিয়ায় ২ গ্রামের মানুষের চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ

পাবনার আটঘরিয়ায় হিন্দু পল্লীর বাসিন্দাসহ দুই গ্রামের মানুষের চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

এতে এই রাস্তা দিয়ে দুই গ্রামের শতাধিক পরিবারের সদস্যরা চলাচল করতে পারছেন না। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা।
অভিযোগে জানা গেছে, আটঘরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের দেবোত্তর মহল্লার হিন্দুপাড়া রাস্তা দিয়ে দীর্ঘ ৫০ বছর ধরে মানুষের চলাচলের এই রাস্তা হঠাৎ করে গত সোমবার সকালে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রভাবশালী সৈয়দ মোসাদ্দেক হোসেন ওরফে ইতু।

গ্রামবাসীর অভিযোগ, তাদের বাপ-দাদার আমলের পূর্ব থেকে এই রাস্তা দিয়ে শুধু হিন্দু সম্প্রদায়ের লোকজনই নয় দেবোত্তর গ্রামের এবং পার্শ্ববর্তী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শত শত মানুষ চলাচল করেন। কিন্তু হঠাৎ করেই গ্রামবাসীদের না জানিয়ে সৈয়দ মোসাদ্দেক হোসেন ওরফে ইতু আটঘরিয়া উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার, আওয়ামী লীগ নেতা বলে পরিচিত জাহিদ হোসেন এর সহযোগীতায় রাস্তা বন্ধ করে দিয়েছেন। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন হিন্দু পল্লীর বাসিন্দাসহ দুই গ্রামের মানুষ।

দেবোত্তর হিন্দু পল্লীর বাসিন্দা শংকর কুমার, গোপন কুমারসহ একাধিক ব্যক্তি বলেন, সোমবার সকাল থেকে টিন দিয়ে বেড়া দেওয়া শুরু করেন সৈয়দ মোসাদ্দেক হোসেন ওরফে ইতুর লোকজন। তাদেরকে নিষেধ করার পরেও তারা কারো কথাই রাখেননি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top