শাল্লায় হামলা-লুটপাটের প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন
নীলফামারী থেকে | প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ০০:৪৩
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানববন্ধন করেছে।
বুধবার (২৪ মার্চ) দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত শহীদ ডা. জিকরুল হক সড়কে প্রেস ক্লাব চত্বরে এক ঘন্টাব্যাপী এ মাবনববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেন্দ্র নাথ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এক দেশের নাগরিক। আমাদের ধর্ম আলাদা হলেও রাষ্ট্র আমাদের সবার। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিদেশি অতিথিদের কাছে দেশ ও দেশের ভাবমূর্তিকে ছোট করতে একটি কুচক্রী মহল সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে হামলা চালানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দিতে হবে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।