সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পীরগঞ্জের আঃ ছালাম মিয়া
রংপুর থেকে | প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ০১:৫৭
রংপুর জেলার পীরগঞ্জে কুড়িয়ে পাওয়া ল্যাপটপ ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন আঃ ছালাম নামে এক ব্যাক্তি।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক অমিতাব বর্মণ পীরগঞ্জ উপজেলার খালাশপীর বন্দরে ইসলামী ব্যাংকের সামনে ফুটপাতের চৌকিতে সদ্য ক্রয়কৃত একটি নতুন ল্যাপটপ ব্যাগসহ বেখেয়ালে রেখে যান। উক্ত ল্যাপটপটি পীরগঞ্জ উপজেলার জাফর পাড়া গ্রামের মৃত সমীর উদ্দিনের পুত্র আব্দুল ছালাম মিয়া (৫৫) কুড়িয়ে পান। প্রায় দুই ঘণ্টা পর হারিয়ে যাওয়া ব্যাগটি খোঁজাখুঁজি করতেই সততার অনন্য দৃষ্টান্ত আঃ ছালাম মিয়া নিজ থেকে খুজে এসে সাংবাদিক অমিতাব বর্মণের হাতে ব্যাগটি ফিরিয়ে দেন। আঃ ছালাম মিয়া পেশায় খুচরা চাল ব্যবসায়ী।
পৃথিবীতে এসকল খেটে খাওয়া সৎ মানুষ গুলো আছে বলেই এ পৃথিবীটা এখনও টিকে আছে। নির্লোভ ও সততার অনন্য দৃষ্টান্ত-কারী আব্দুল ছালাম ভাইকে জানাই স্যালুট ও শুভ কামনা। সেই সঙ্গে দোয়া করি আল্লাহপাক যেন ভাইটিকে সকল প্রকার বিপদ-আপদ থেকে রক্ষা করেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।