রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ

৬ দফা দাবীতে সুন্দরগঞ্জে ১০ মিনিট ‘স্তব্ধ’ কর্মসূচি পালন

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ১৯:৪০

৬ দফা দাবীতে সুন্দরগঞ্জে ১০ মিনিট ‘স্তব্ধ’ কর্মসূচি পালন

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিস্তা চুক্তি স্বাক্ষর করাসহ ৬ দফা দাবী আদায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে ডালিয়া থেকে হরিপুর পর্যন্ত তিস্তার দুই পাড়ে হাট-ঘাট, বাজার-বন্দরে ১০মিনিট ‘স্তব্ধ’ কর্মসূচি পালন করা হয়েছে।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে হরিপুর খেয়া ঘাটে বুধবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত এ ‘স্তব্ধ’ কর্মসূচি পালিত হয়।এসময় খেয়া ঘাটসহ সড়কের ব্যবসা প্রতিষ্ঠান, রিক্সা ও ভ্যানসহ সকল প্রকার যানবাহন বন্ধ করে তারাও ওই কর্মসূচির পক্ষে সমর্থন জানিয়ে অংশ নেন। পরে ‘স্তব্ধ’ কর্মসূচি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তৃতা দেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ উপজেলা শাখার সভাপতি ছাদেকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মুন্সি আমিনুল ইসলাম সাজু, প্রবীণ সাংবাদিক শাহজাহান মিঞা, স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য নুরুন্নাহার বেগম ও ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top