তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কল্যাণে কাজ করেন প্রধানমন্ত্রী : আরএমপি কমিশনার

রাজশাহী থেকে | প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ০১:১৬

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কল্যাণে কাজ করেন প্রধানমন্ত্রী : আরএমপি কমিশনার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বলেছেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর (হিজড়া) সদস্যদের আমি আপনজন বলে মনে করি। এ জনগোষ্ঠীকে অবজ্ঞা করলে সমাজ এগুবে না। তারা সমাজের একটি অংশ। তাদের সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরের সীমান্তে অবকাশ রেস্টুরেন্টে আয়োজিত ‘লিডারশিপ অ্যান্ড এমপাওয়ারমেন্ট অব ট্রান্সজেন্ডার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহীর দিনের আলো হিজড়া সংঘ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পুলিশ কমিশনার বলেন, সব মানুষের সমাজের মর্যাদা লাভের অধিকার রয়েছে। মানুষ হিসেবে সব মানুষের মর্যাদা রক্ষা করতে হবে। ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে। কিন্তু সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি করে সমাজের প্রতি আপনাদের দায়বদ্ধতা পাশ কাটিয়ে যাবার কোনো সুযোগ নেই। আপনারা বিশৃঙ্খলতা পাশ কাঠিয়ে জ্ঞানের মাধ্যমে আলোর মানুষ হতে পারবেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top