গোবিন্দগঞ্জে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ২০:১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৭ মার্চ শনিবার গোবিন্দগঞ্জ ইনফরমেশন সেন্টার (ফেসবুক গ্রুপ) এর আয়োজনে পৌর সভার বিডি হল রুমে বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্র ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন পৌর মেয়র মুকিতুর রহমান (রাফি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বসির আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র শাহিন আকন্দ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুপম চাকী, তানভীর কৌশিক, আরাফাতুল ইসলাম অহন, সাদমান মেহেদী সিভান, মুনতাসির মাহমুদ ফাহিম,সাদিক হাসান, সাকিব সরকার. তাহমিদুর রাহমান তোহা, হাসান কাজি, সাকিব দ্বীপ, সাদিয়া সালছাবিল, রানা সরকার, সাজিদ হোসাইন, বি.কে বিপ্লব, সাম্য সাহা দিগন্ত, হাসিব বিন হাবিব ধ্রুব, আল- মুসাব্বির মীম, মাহফুজুর রহমান শিশির, নুরনবী,আরিফ ইশতিয়াক একান্ত, সিহাব সাজ্জাদ নিবিড়, সাব্বির, মুরাদ, জিহাদ ইসলাম, এস এম আহমেদ কবির, প্রীতি, নিপা, তাসমীম, সোহানুর রহমান, ফাতেমা তুজ যোহরা প্রমুখ।
কুইজ প্রতিযোগিতা শেষে ছাত্র ছাত্রীদের মাঝে বিস্কিট ও চকলেট নিজ হাতে বিতরণ করেন পৌর মেয়র।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।