বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

মাদারীপুর পৌরসভার রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করলেন পৌর মেয়র

মাদারীপুর থেকে | প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ২০:১৫

নির্মান কাজ উদ্বাধন করলেন পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ

নির্মান কাজ উদ্বাধন করলেন পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ

মাদারীপুর পৌরসভার ১ শ ৪১ লক্ষ টাকা ব্যয়ের নির্মান কাজ উদ্বাধন করলেন পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।

মঙ্গলবার মাদারীপুর পৌরসভা কর্তৃক প্রায় ৭৮ লক্ষ টাকা ব্যায়ে 'চরমুগরিয়া মার্চেন্ট স্কুল হতে কুমার নদ পর্যন্ত ড্রেন নির্মাণ' কাজ দুইটি আজ উদ্বোধন করেন। সেই সাথে প্রায় ৭৯ লক্ষ টাকা ব্যয়ে 'শান্তিনগর সড়ক হতে শহীদ চান মিয়া সড়ক পর্যন্ত ড্রেনসহ রাস্তা নির্মাণ' কাজ উদ্বোধন করেন মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলীবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময়ে পৌর মেয়র বলেন এই নির্মাণ কাজ দুইটি সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার জনগণের জনস্বাস্থ্য ও জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে বলে আমার বিশ্বাস।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top