প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর করোনা নেগেটিভ
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ২১:০১
                                        গাইবান্ধা-৪ আসনের(গোবিন্দগঞ্জ) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী জননেতা মনোয়ার হোসেন চৌধুরী ১ মার্চ ঢাকা থেকে এলাকায় এসে ১১ মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্কুল,কলেজের একাডেমিক ভবন, রাস্তা পাকা করনসহ ৪২টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
১২ মার্চ তার সহধর্মিনীকে নিয়ে ঢাকার বাসায় ফিরলে অসুস্থতা বোধ করেন। ১৩ মার্চ তিনি ও তার সহধর্মিনী করোনা পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে। সেই থেকে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিয়ে গতকাল জাতীয় সংসদ ভবনে পুনরায় করোনা ফলোআপ পরীক্ষা করলে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। আল্লাহর অশেষ মেহেরবানীতে তারা স্ব-পরিবারে সুস্থ রয়েছে। তিনি গোবিন্দগঞ্জ বাসীসহ সবার নিকট দোয়া কামনা করেছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।