‘নিউ লাইফ ফাউন্ডেশন’ এর কমিটি গঠন

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১, ২০:০২

সাদুল্লাপুরের জামালপুরে ‘নিউ লাইফ ফাউন্ডেশন’ এর কমিটি গঠন

নিউ লাইফ ফাউন্ডেশন এর সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে। এতে তোফায়েল হোসেন জাকিরকে সভাপতি ও মামুন মণ্ডলকে সাধারণ সম্পাদক করা হয়।

এ উপলক্ষে শুক্রবার (২ এপ্রিল) বিকেলে জামালপুরের নাগবাড়ী বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন তোফায়েল হোসেন জাকির।

বক্তব্য রাখেন, নিউ লাইফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম সবুজ, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান মাস্টার, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া আক্তার লাইজু ও জামালপুরের মামুন মন্ডল প্রমূখ।

বক্তারা বলেন, নিউ লাইফ ফাউন্ডেশন নামের এই সংগঠনটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ। তার নেতৃত্বে ও সার্বিক তত্ববধায়নে পীরগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ অসহায় মানুষদের সেবাদান দিয়ে চলেছেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে জামালপুর ইউনিয়ন শাখার ১১ সদস্য কার্যনির্বাহী পরিষদ ও ১৮ সদস্য সাধারন পরিষদসহ মোট ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top