অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি, মালিককে ১০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১, ০১:০৫

অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি, মালিককে ১০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে কাশিয়ানীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যর প্রক্রিয়ায় বোতলজাত পানি উৎপাদনের দায়ের ছুনাম পানি ফ্যাক্টির মালিক নাঈম মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ওই ফ্যাক্টরির সকল বোতলজাত পানি জব্দ করা হয়।

শনিবার (০৩ এপ্রিল) বিকালে কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের জৎকুরা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক রথীন্দ্র নাথ রায়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক রথীন্দ্র নাথ রায় জানান, উপজেলার জৎকুরা এলাকার একটি বাড়ীতে ফ্যাক্টরি তৈরি করে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি উৎপাদন করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ছুনাম পানির ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।

এসময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি উৎপাদন করায় ফ্যাক্টরির মালিক নাঈম মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। একই সাথে ফ্যাক্টরিতে থাকা সকল পানি জব্দ করার পাশাপশি বাজার থেকে পানির বোতল উঠিয়ে নেয়া ও বোতলজাত পানি উৎপাদন না করার নির্দেশ দেন। এ অভিযান কালে কাশিয়ানী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top