বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

গোবিন্দগঞ্জে বাস চাপায় আহত বাইসাইকেল চালক সেলিম মিয়ার মৃত্যু

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১, ০৩:২৫

গোবিন্দগঞ্জে বাস চাপায় আহত বাইসাইকেল চালক সেলিম মিয়ার মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-চাপায় আহত বাইসাইকেল চালক সেলিম মিয়ার (৩০) মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সেলিম পৌরসভার চাষকপাড়া গ্রামের কেরু মিয়ার ছেলে।

এর আগে শনিবার (৩ এপ্রিল ) দুপুর পৌনে ১টার দিকে থানা চারমাথায় শহরের প্রাণকেন্দ্র চারমাথায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে বাইসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় বিশাল এন্টারপ্রাইজের বগুড়া-হিলি বাসটি তাকে চাপা দেয়। এতে সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সেলিম মিয়া রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে। উপস্থিত পথচারীরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

বিকেলে সেলিমের মরদেহ এলাকায় আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ঘাতক বাসটি (রংপুর মেট্রো-ব-২১৮৪) প্রশাসনের লোক আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top