পার্বতীপুরে ভর্তুকির কৃষি যন্ত্রপাতি বিতরণ
দিনাজপুর | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১, ০২:৩৬
দিনাজপুরে পার্বতীপুরে ২০২০-২০২১ অর্থ বছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমে কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় পার্বতীপুর কৃষি অফিস চত্বরে কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। এ সময় ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মমিন, রুকশানা বারী রুকু, কৃষি অফিসার মোঃ রকিবুজ্জামান, ভর্তুকি প্রাপ্ত কৃষকরা, মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার (কাগজীয়াপাড়া) গ্রামের বছির উদ্দিনের পুত্র কৃষক মোঃ মনিরুজ্জামান কে হার্ভেষ্টর মেশিন (ধান কাটাই-মাড়াইকরনের মেশিন) এবং শহরের রোস্তমনগর এলাকার মোজাফ্ফর হোসেন চৌধুরীর পুত্র মোঃ আলী চৌধুরীকে রিপার (ধান কাটা মেশিন) প্রদান করা হয়।
কৃষি অফিসার মোঃ রকিবুজ্জামান জানান, কৃষি উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে এ উপজেলায় ৪টি হার্ভেষ্টর মেশিন ও ৩টি রিপার মেশিন বরাদ্দ পাওয়া গেছে। পর্যায়ক্রমে এসব মেশিন বিতরণ করা হবে। প্রতিটি হার্ভেষ্টর মেশিনের মূল্য ২৩ লক্ষ টাকা এবং প্রতিটি রিপার মেশিনের মূল্য এক লক্ষ ৮০ হাজার টাকা। যার মধ্যে কৃষককে ৫০ ভাগ মূল্য পরিশোধ করতে হবে। তিনি বলেন, পেট্রোল চালিত রিপার মেশিনের সাহায্যে এক লিটার পেট্রোল দিয়ে এক ঘণ্টায় ৩৩ শতাংশ জমির ধান কাটা যাবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: দিনাজপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।