প্রবাসী নারীকে ধর্ষনের অভিযোগে আদালতে মামলা
বিচার পাওয়া নিয়ে সংশয়
মাদারীপুর থেকে | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১, ২২:৩০
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশায় জর্ডান প্রবাসী এক নারীকে প্রতারণা ও ধর্ষনের অভিযোগ উঠছে পার্শবর্তী ইউনিয়ন হোসেনপুরের এক যুবককের বিরুদ্ধে। এঘটনায় বিচার পাওয়া নিয়ে সংশয় রয়েছে বলে দাবী ভুক্তভোগীর। প্রশাসনসহ বিভিন্ন মহলের দ্বারে দ্বারে বিচার পাওয়ার আশায় ঘুরছে এ নারী।
ঘটনা ধামাচাপায় দেওয়ার জন্য একটি পক্ষ উঠেপরে লেগেছে। কোন উপায় না পেয়ে অবশেষে
মাদারীপুর বিঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে ৯ মার্চ একটি ধর্ষন মামলা করেছে ভুক্তভোগী।
এ মামলার দতন্তভার দেওয়া হয়েছে রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেম মিয়ার উপর। জানা যায়, ২৮ ফেব্রুয়ারি রাজৈর উপজেলার হোসেনপুরের তাতিকান্দার মৃত আলাজউদ্দিন শেখের ছোট ছেলে মো আলীর শেখের(৪৫) নিজ বাসায় এ ধর্ষনের ঘটনা ঘটেছে।
আরো জানা যায়, ২০১১ সালে ভুক্তভোগী বিদেশে গেলে মোবাইল ফোনে পরিচয় হয় মো আলী শেখের সাথে, পরে পরিচয় প্রেমে পরিনত হয়, এসময় ভুক্তভোগীর কাছ থেকে আলী ৫ লাখ ৩০ হাজার টাকাও কৌশলে হাতিয়ে নেয়।
ভুক্তভোগী জানান, আলী আমাকে সপ্ন দেখাইছে টাকা পয়সা সব নিছে এখন আমার কি হবে, আমার আত্নাহত্যা ছারা আর কোন পথ নাই। আমার আত্নহত্যার দায় কে নেবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মাদারীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।