• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রাজশাহী বিভাগের ৪০টি স্বাস্থ্য কমপ্লেক্স পাচ্ছে আইসিইউ বেড

রাজশাহী থেকে | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১৮:০৮

রাজশাহী বিভাগের ৪০টি স্বাস্থ্য কমপ্লেক্সে পাচ্ছে আইসিইউ বেড

করোনা রোগীর চিকিৎসায় রাজশাহী বিভাগের ছয় জেলার ৪০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য আইসিইউ চাহিদা-পত্র পাঠিয়েছে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতর। সূত্রমতে বগুড়ার ১১, পাবনার ৮ ও নাটোরের ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া বাকি ছয় জেলার ৪০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত একটি করে আইসিইউ বেড সহযোজন করার প্রয়োজনীয়তা উল্লেখ করে চাহিদা-পত্র পাঠানো হয়েছে।

জেলার সদর হাসপাতাল গুলোতেও যাবে আইসিইউ বেড। যে সব হাসপাতালে আইসিইউ সুবিধা রয়েছে, সেগুলোতেও বেড সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, করোনা চিকিৎসায় খোলা রয়েছে দশটি ‘কোভিড ডেডিকেটেড’ হাসপাতাল। সব মিলিয়ে সাধারণ বেডে রোগী ভর্তি করা যাবে ৫৮১ জন।

জানা গেছে, জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আরও ১২৪টি আইসিইউ বেডের চাহিদা পাঠিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দফতর। এর বাইরেও শজিমেক হাসপাতালে ২০টি এবং রামেক হাসপাতালে ১০টি আইসিইউ বেডের চাহিদা পাঠানো হয়েছে।

এছাড়া রাজশাহীর ৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি, চাঁপাইনবাবগঞ্জের আধুনিক সদর হাসপাতালে ১০টি, সেখানকার চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি, নওগাঁ সদর হাসপাতালে ১০টি, জেলার ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি, পাবনা জেনারেল হাসপাতালে ৫টি, সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ১০টি, জেলার আরও আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে দুটি এবং জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ১০টি মনিটরসহ আইসিইউ বেডের চাহিদা পাঠানো হয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ার আগেই হাসপাতালগুলোর সক্ষমতা ও চিকিৎসা সরঞ্জামের মজুদ বাড়ানোর তাগিদ দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী। তিনি বলেন, রামেক হাসপাতালে করোনা রোগীর জন্য বেড, অক্সিজেন সিলিন্ডার, হাই ফ্লো নেজাল ক্যানুলা, ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটরসহ চিকিৎসা সরঞ্জাম বাড়াতে হবে। দ্রুত রোগ নির্ণয় করার পাশাপাশি আইসিইউ এর সক্ষমতাও বাড়াতে হবে।

এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, কয়েকদিন ধরেই তারা বিভাগের জেলা পর্যায়ের হাসপাতালগুলো ঘুরে দেখেছেন। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ছয় মাসের একটি চিকিৎসা পরিকল্পনা নিয়ে এসব চাহিদা-পত্র পাঠিয়েছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: রাজশাহী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top