সৈয়দপুরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ

নীলফামারী থেকে | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ০১:৩৯

সৈয়দপুরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ

প্রতি বছরের ন্যায় এবারও ১২ এপ্রিল নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, সুধী জনসহ অসংখ্য মানুষ। এ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম '৭১ সৈয়দপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

প্রজন্ম '৭১ সৈয়দপুর জেলা শাখা গৃহীত এসব কর্মসূচির মধ্যে ছিল শহরের বাসা-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠানসহ সকল ভবনের শীর্ষে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত 'স্মৃতি অম্লান' এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা ও মিলাদ মাহফিল হয়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top