পুরাতন টিনের ঘর সরাতে গিয়ে বিস্ফোরণে আহত ১
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ২২:০৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুলু (৫৫) নামের এক ব্যক্তি আহতের খবর পাওয়া গেছে। সে পঁচারিয়া গ্রামের আজিজারের পুত্র এবং পঁচারিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী।
সোমবার (১২ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার শালমারা ইউনিয়নের পঁচারিয়া গ্রামে সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলামের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চালায়।
এলাকাবাসী জানায়,পুরাতন একটি টিনের ঘর সরাতে গেলে উপরের চালা থেকে কিছু একটা মাটিতে পরে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে দুলু মিয়া গুরুতর আহত হয়। দুলুকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, এলাকাবাসী একটি শব্দ শুনেছে। তবে সেটি চকলেট-ককটেল নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তা জানা যায়নি। এমনকি সেখানে বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্যের নমুনা পাওয়া যায়নি। শব্দের বিষয় নিয়ে তদন্ত চলমান রয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।