দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি বাচ্চু, সম্পাদক ডলার

দিনাজপুর থেকে | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ০৩:৫১

 দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি বাচ্চু, সম্পাদক ডলার

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে পুনরায় স্বরূপ বক্সী বাচ্চু সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুভ্রত মজুমদার ডলার। দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়। ৬৬ জন ভোটারের মধ্যে ৬২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন,নির্বাচন পরিচালনা কমিটি। ফলাফলে সভাপতি পদে বর্তমান কমিটি’র সভাপতি স্বরূপ বকসী বাচ্চু (দৈনিক আজকালের খরব) পেয়েছেন, ৩২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি চিত্ত ঘোষ (দৈনিক সংবাদ) পেয়েছেন, ২৯ ভোট। সহ-সভাপতি পদে শাহ্ আলম শাহী ( চ্যানেল আই) ৩৪ ভোট এবং কংকন কর্মকার (দি ডেইলি স্টার) ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আজহারুল আজাদ জুয়েল (দৈনিক আজকের দেশবার্তা) ২৭ ভোট এবং গৌরী শংকর রায় (দৈনিক জনমত) ২০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সম্পাদক গোলাম নবী দুলাল ( সময় টিভি) পেয়েছেন, ২৮ ভোট এবং সুব্রত মজুমদার ডলার ( বাংলা ভিশন টেলিভিশন) ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য সাধারণ সম্পাদক প্রার্থী মোফাসিরুল রাশেদ (দি এশিয়ান এইজ) পেয়েছেন,৪ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে রতন সিং (দৈনিক আমাদের সময়) পেয়েছেন, ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদেমুল ইসলাম ( এসএ টিভি) পেয়েছেন, ২০ ভোট।

কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম ফুলাল (দৈনিক বণিক বার্তা) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাসেম(দেশ টিভি) ১৫ ভোট এবং বিপুল সরকার সানি (দৈনিক সমকাল) ১৮ ভোট পেয়েছেন। ৪২ ভোট পেয়ে তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক কৌশিক বোস(দৈনিক জনমত) নির্বাচিত হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুরবান আলী (দৈনিক জনমত) পেয়েছেন, ১৫ ভোট। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন,ইফতেখার আহম্মেদ পান্না (দি ডেইলি নিউনেশন) ৪৫ ভোট, রিয়াজুল ইসলাম (দৈনিক প্রতিদিন) ৩৯ ভোট,মুকুল চট্রোপাধ্যায় ( মাই টিভি) ৩৭ ভোট,খোকন কুমার দেব (দৈনিক উত্তর বঙ্গ)৩২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুল্লাহ সরকার (দৈনিক আজকের দেশ বার্তা) ২৪ ভোট,আনিস হোসেন দুলাল (আরটিভি)২৪ ভোট,তনুজা শারমিন তনু (জিটিভি) ২৩ ভোট এবং ইদ্রিস আলী ( দৈনিক দিনকাল) ১২ ভোট পেয়েছেন।


শান্তিপূর্ণভাবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন,নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট আশফাক আহম্মদ।তিনি জানান,দিনাজপুর প্রেসক্লাবে এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৬৬ জন। এর মধ্যে ৬২ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top