গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত জেরে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ১৯:৪৯
গাইবান্ধা সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত জেরে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ২ নং মালিবাড়ী ইউনিয়নের কচুয়ার খামারে ঘটনাটি ঘটে।
এজহার সূত্রে জানা যায়,আজগর আলী (৫০) পিতা মৃত্যু করিম সাং কচুয়ার খামার তার গং দের সাথে নিয়ে লাঠি,ধারালো ছোরা,রড দিয়ে অতর্কিত আক্রমণ করে।এতে করে ছাবদুল (২৫) পিতা শাহাজাহান আলী এর মাথা ফেটে যায় এবং সবুজ (৩০) পিতা শাহাজাহান আলী, শরিতন (৫০) স্বামী শাহাজাহান আলী গুরুতর আহত হয়।পরবর্তীতে ঘটনা স্থল থেকে তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজার রহমান জানান,অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।