লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারীপুর থেকে | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ০০:৩৫

মাদারীপুরের শিবচরে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারীপুরের শিবচরে লুডু খেলাকে কেন্দ্র করে দুই ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। নিহত ইলিয়াস ঢালী (৩০) কাদিরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ডিক্রিরচর গ্রামের ইউনুস ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ডিক্রিরচর গ্রামের মজিবর ঢালী ও সৌরভ ঢালী বাজিতে লুডু খেলে। বাজির ৬০ টাকা জমা রাখে শাহিন ঢালীর কাছে। মজিবর লুডু খেলায় জিতে বাজির টাকা শাহিনের কাছে চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে ওই মারামারি রেশ ধরে স্থগিত হয়ে যাওয়া কাদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী মজিবর রহমান ওরফে খলিল মোল্লা ও প্রার্থী আব্বাস মুন্সি সমর্থকদের মধ্যে বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে হয়।

এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। এদের মধ্যে লুডু খেলায় অংশগ্রহণ করা আব্বাস মুন্সির সমর্থক মজিবর ঢালীর ভাই ইলিয়াস ঢালীকে (৩০) উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় অপর প্রার্থী মজিবর রহমান ওরফে খলিল মোল্লাকে শিবচর হাসপালাতে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে পুলিশ।

শিবচর থানার ওসি মো. হাস-পালাতে হোসেন জানিয়েছেন, ঘটনার সংঘটিত হওয়ার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top