গোবিন্দগঞ্জে মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ০৬:০১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে লকডাউনে মোবাইল কোর্টে, ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে গোবিন্দগঞ্জ পৌর এলাকায় জনসচেতনতা তৈরি পাশাপাশি লকডাউনের ২য়দিনে নিষেধাজ্ঞা অমান্য করা, মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলাসহ বিভিন্ন অপরাধে ৭জনকে মোবাইল কোর্টে ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজির হোসেন। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান,ওসি (তদন্ত) আফজাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ সহায়তা করে।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলুন।নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকতে সহয়তা করুন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।