বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

পাঠাগার নির্মাণ ঘটনায় আহত ৭

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ২০:২০

সুন্দরগঞ্জে ৩ দোকান উচ্ছেদ করে পাঠাগার নির্মাণ ঘটনায় মারপিটে আহত ৭

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছিলামণি বাজারে ৩ দোকান উচ্ছেদ করে পাঠাগারের গৃহ-নির্মাণের ঘটনায় মসজিদে ঢুকে দোকান মালিকদেরসহ পরিবারের লোকজনকে ব্যাপক মারপিটের ঘটনা ঘটেছে।

জানা যায়, শুক্রবার (৯ এপ্রিল) মসজিদে নামাজ আদায়ের সময় উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামের মৃত আঃ সাত্তার মিয়ার ছেলে আঃ রাজ্জাক মিয়া ও আঃ সালাম ওরফে মন্টু মেম্বরের নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল স্থানীয় জামে মসজিদে অতর্কিতভাবে হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে। এতে উক্ত বাজারের দোকান মালিক পার্শ্ববর্তী শ্রীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের মৃত আমির হোসেনের পুত্র নয়া মিয়া, দুলা মিয়া ও মুকুল মিয়াসহ ঐ অসহায় পরিবারের ৭ জনকে গুরুতর আহত করে।

হামলাকারীরা দোকান ৩টির মালামাল, নগদ টাকা, ঘর-দরজাসহ সব কিছুই লুটপাট করে জায়গা জবর দখল পূর্বক দুলাল গণ-জাগরণী সংঘ ও পাঠাগার নামে একটি সংগঠনের গৃহ-নির্মাণের তৎপরতা চালাচ্ছে। হামলাকারীদের মারপিটে আহত দোকান মালিক মুকুল মিয়া, নয়া মিয়া, দুলা মিয়া, জলি বেগমকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে মুকুল মিয়া, নয়া মিয়া, দুলা মিয়া ও জলি বেগম চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

এরপর ঐ পরিবারে প্রকাশ্য হুমকী ও হামলা চালিয়ে আরও ব্যাপক ক্ষতি সাধন করাসহ অসহায় পরিবারের লোকজনকে একঘরে করে রেখেছে হামলাকারীরা। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহিল জামান জানান, নয়া মিয়া, দুলা মিয়া, মুকুল মিয়ার পক্ষে কোন অভিযোগ পাইনি। অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ জানান, অভিযোগ পেয়ে তাদেরকে থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top