চিরনিদ্রায় শায়িত হলেন আনিছুরসহ পরিবারের ৪ সদস্য

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ২০:৪৯

পলাশবাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন আনিছুরসহ পরিবারের ৪ সদস্য,এলাকায় শোকের ছায়া।

এক মাস বয়সের শিশু সন্তানকে ডাক্তার দেখিয়ে গোবিন্দগঞ্জ থেকে অটোভ্যান যোগে বাড়ী ফেরার পথে কাভার্ড ভ্যান চাপায় নিহত হন পলাশবাড়ী উপজেলার বরিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান,মা রেহেনা বেগম, স্ত্রী রাজিয়া সুলতানা ও শ্যালক জাহিদ হাসান।

১৫ এপ্রিল বাদ জোহর বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামে নামাযে জানাজা শেষে মাষ্টার আনিছুর রহমান, মা রেহেনা বেগম ও স্ত্রী রাজিয়া সুলতানাকে পাশাপাশি দাফন করা হয়। শ্যালক জাহিদকে কালিতলা দুর্গাপুর গ্রামে দাফন করা হয়।

এছাড়াও বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটো চালক লেবু মিয়া মারা গেছেন।এ ঘটনায় মোট ৫ জন নিহত হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নিহত আনিছুর রহমান মাস্টারের এক মাসের শিশু সন্তানটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top