মাদারীপুরে লকডাউনের তৃতীয় দিনে
কমেছে জনসমাগম ও যানবাহন, বেড়েছে প্রশাসনিক তৎপরতা
মাদারীপুর থেকে | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ০০:৪৫
সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে মাদারীপুরের রাস্তা-ঘাটে কমেছে জনসমাগম এবং যানবাহন। পাশাপাশি শহরে জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা ছিল লক্ষণীয়।
শহর ঘুরে দেখা গেছে, গতদিনের তুলনায় রাস্তা-ঘাটে জনসমাগম অনেক কম। সবজি ও মাছ-মাংসের দোকান গুলোতে কিছুটা ভিড় দেখা গেলেও অন্যান্য স্থানগুলোতে সাধারণ মানুষ খুবই কম। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দোকান ও ঔষধের দোকান ছাড়া বন্ধ রয়েছে অন্যসব দোকান-পাট। গণ-পরিবহন বন্ধ থাকলেও অন্যান্য যানবাহনও ছিল তুলনামূলক কম।
অপরদিকে, শহরের মোড়ে মোড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যানবাহন ও অযাচিত ব্যক্তিদের নিয়ন্ত্রণ করছে পুলিশ। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্ক বিহীন ও লকডাউনের শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানাসহ ব্যবস্থা গ্রহণ করছেন। লকডাউনের তৃতীয় দিনেও নিম্ন আয়ের মানুষগুলো পড়েছেন আর্থিক কষ্টে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মাদারীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।