গাইবান্ধায় ৪ টি মামলায় ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ২২:৩৭
আবারো ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা। প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। সারাদেশের ন্যায় গাইবান্ধায় পালিত হচ্ছে সর্বাত্মক লকডাউন। এতে করে লকডাউন অমান্য ও স্বাস্থ্য বিধি না মানায় গাইবান্ধা জেলা প্রশাসন প্রতিদিন গাইবান্ধার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ করে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছে এমনকি শাস্তি স্বরূপ জরিমানাও করা হচ্ছে।
১৭ এপ্রিল শনিবার করোনা সংক্রমণ ও বিস্তার রোধে মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবং জনসচেতনতা সৃষ্টিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) এস,এম ফয়েজ উদ্দিনের মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী বাজার, বাদিয়াখালি রেলস্টেশন ও ত্রিমোহনী এলাকায় যথাযথ স্বাস্থ্য বিধি না মানা, নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার ও দোকান খোলা এবং মাস্ক পরিধান না করা সহ বিভিন্ন অপরাধে ৪ টি মামলায় ১৫হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।