গোবিন্দগঞ্জে ৮৩ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ০১:২৪

গোবিন্দগঞ্জে ৮৩ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আলীগ্রাম থেকে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপিল) দুপুরে মূর্তিটি উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর এএসআই আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয়দের বরাদ দিয়ে বলেন, গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামের ''পবনা পুকুর" খননকালে ৮৩ কেজি ওজনের কালো পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি পাওয়া যায়। তখন উপস্থিত পুকুরের পাহারাদার ভোলা মিয়া (২৭) মূল্যবান জিনিস মনে করে ওই গ্রামের আমিরুলের বাড়িতে নিয়ে গিয়ে মাটির নিচে মূর্তিটি পুঁতে রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলীগ্রামের আমিরুলের বাড়ির পিছনে মাটির নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি আদালতের অনুমতি সাপেক্ষে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেয়া হবে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top