কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে মাটি বিক্রয় করার অপরাধে

হরিণাকুন্ডুতে র্থদন্ড আদায় করলেন ইউএনও

হরিণাকুন্ডু থেকে | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ০৪:০২

হরিণাকুন্ডুতে কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে মাটি বিক্রয় করার অপরাধে অর্থদন্ড আদায় করলেন ইউএনও

হরিণাকুন্ডু তে দিন দিন আবাদি জমির পরিমাণ কমছে। ব্যস্ত সময় পার করে লেগেছে পুকুর খনন করার হিড়িক। সরকারি অনুমতি ছাড়ায় প্রকাশ্যে কৃষি জমির মাটি বিক্রয় করে কাটছে পুকুর। এই দিকে ব্যস্ত সময় পার করছে করোনা কালীন সরকারী ঘোষিত লকডাউন মানার তাগিদ ও জরিমানার রাত দিন কাজ করে চলেছে হরিণাকুন্ডু উপজেলা প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা অভিযান পরিচালনা করেন দৌলতপুর ইউনিয়নের দুবলকুড়ে মাঠে সেখানে সরকারী অনুমতি ছাড়া পুকুর খনন ও কৃষি জমির শ্রেণী পরিবর্তন করার অপরাধে জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে কে ২০০০০ / বিশ হাজার টাকা অর্থদন্ড আদায় করে। পুকুর থেকে মাটি কাটা হবে না বলে অঙ্গীকার স্বীকার করে জাহাঙ্গীর। হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা জানায় অনুমতি ছাড়া কেও পুকুর খনন করলে তাহার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top