সুন্দরগঞ্জে থানায় স্বেচ্ছায় ধরা দিলেন ১২ আসামি
গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ২০:০০
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় হাজির হয়ে স্বেচ্ছায় ধরা দিলেন নিয়মিত মামলার ১২ আসামি। রোববার (১৮ এপ্রিল) সকালে থানায় হাজির হওয়ার পরে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠান।
স্বেচ্ছায় ধরা দেয়া আসামিরা হলেন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, লিমা বেগম, আব্দুর রাজ্জাক মিয়া, কোরবান আরী, শাহাজান মিয়া, নামিল হোসেন, ফজলু মিয়া, মিছিরন বেগম, আম্বিয়া খাতুন ও মুকুল মিয়া।
এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম নিশ্চিত করে বলেন, করোনায় আদালতের কার্যক্রম স্বাভাবিক গতিতে পরিচালিত না হওয়ায় জামিন নিতে পারছিলেন না ওই ১২ আসামি। সে কারণে আদালতের মাধ্যমে জামিনে মুক্তি নেয়ার আশায় তারা থানায় এসে স্বেচ্ছায় ধরা দেন। জমি সংক্রান্ত ২টি মামলার আসামি ছিলেন তারা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।