আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে দু' গ্রুপে সংঘর্ষে আহত ১০
মাদারীপুর থেকে | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ২২:১১
মাদারীপুর সদর উপজেলার নিশাবর্দী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু' গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত। আশংকাজনক অবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেলে প্রেরণ।
রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলিল মোল্লা গ্রুপ প্রতিপক্ষ ইয়াকুব আলী শরীফের গ্রুপের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে ৮ জন ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে এবং শফিক শরীফ ও ইয়াকুব আলী শরীফ দুজনে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, প্রথম রোজার দিন ইয়াকুব আলী শরিফ এর দলের আবু বক্করকে মারপিট করে জলিল মোল্লা, সোবহান শরীফ ও মজিবর খানের লোকজন। এ নিয়ে থানায় অভিযোগ দিলে তারা আলী শরিফ এর দলের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে রবিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা ইয়াকুব আলির দলের উপর অতর্কিত হামলা চালায়। এতে ইয়াকুব আলীসহ ১০ জন আহত হয়।
হামলায় ইয়াকুব আলীর ভাতিজা শফিক শরীফের পেটে টেঁটা ঢুকে যায়। প্রথমে শফিক কে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পরে শফিক শরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মাদারীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।