বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

ফুলছড়িতে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ০৬:১৭

ফুলছড়িতে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ

মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশজুড়ে সরকার নির্দেশিত লকডাউন চলছে। প্রয়োজনের তাগিদে অনেকটা বাধ্য হয়েই কেউ কেউ এসময় বাড়ির বাইরে বের হচ্ছেন। এ অবস্থায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়ার নির্দেশে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থানে জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে দলীয় নেতাকর্মীরা।

বুধবার (২১এপ্রিল) সকালে ফুলছড়ি উপজেলা সদরের বটতলা মোড়, উদাখালী ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন এলাকায় ৪০০টি মাস্ক বিতরণ করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আতোয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুস ছাত্তার, মিজানুর রহমান, যুবলীগ নেতা আব্দুল মালেক প্রমুখ।

এ সময় তারা বলেন, করোনা ভাইরাসে ভীত না হয়ে সচেতন হতে হবে। করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি মোকাবিলা ও নিজ নিজ পরিবারকে নিরাপদ রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রত্যেকে বাড়ির বাইরে গেলে মাস্ক পড়তে হবে। তারা সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দিয়ে সর্বসাধারণকে মাস্ক পড়ার পরামর্শ দেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top