সৈয়দপুরে আবারও মৃদু ভূ-কম্পন

নীলফামারী থেকে আমিরুল হক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ২১:১৪

সৈয়দপুরে আবারও মৃদু ভূ-কম্পন

নীলফামারীর সৈয়দপুরে আবারও মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। হঠাৎ এ কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ভূ-কম্পনে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসিম আহম্মেদ। এর আগে গত ৫ এপ্রিল রাত ৯টা ২১ মিনিটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়।

শহরের নতুন বাবু পাড়া এলাকার কোয়েলিয়া বিশ্বাস জানান, ঘুমিয়ে ছিলাম, হঠাৎ ঝাঁকুনি উঠে ঘরের আসবাবপত্র নড়ে উঠে। বুঝতে পেরে তাৎক্ষনিক ঘরের বাহিরে চলে আসি। বাহিরে এসে শুনতে পাই মানুষজন আতংকিত হয়ে ঘরের বাহিরে বের হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top