পার্বতীপুরে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ০৩:৪৯
শিলাবৃষ্টিতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বুধবার সন্ধ্যায় হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর, মোমিনপুর, মোস্তফাপুর ও হাবড়া ইউনিয়নে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও অন্যান্য ইউনিয়নেও ধানের ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে একটি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করেন। উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুজ্জামান জানান, শিলাবৃষ্টিতে এসব এলাকার দেড়শ’ হেক্টর জমির ধান, কলা, আম, লিচু, ভুট্টা, মরিচ, বিভিন্ন শাকসবজি সহ ৩ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: দিনাজপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।